ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ম্যাক্রোঁকে অভিনন্দন জানালো পুতিন

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২২, ০৪:২১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ম্যাক্রোঁর কাছে পাঠানো এক টেলিগ্রামে পুতিন রাষ্ট্রীয় কার্যক্রমে ম্যাক্রোঁর সাফল্য, তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে পুতিনের সাথে যোগাযোগ রক্ষাকারী কয়েকজন পশ্চিমা নেতার মধ্যে ম্যাক্রোঁ অন্যতম। তিনি সংঘাতের সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য টেলিফোন কলে ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছেন।

মস্কোর সঙ্গে কূটনৈতিক চ্যানেল খোলা রাখার পাশাপাশি ম্যাক্রোঁর অধীনে ফ্রান্স সম্প্রতি ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষেত্রে যোগ দিয়েছে। ম্যাক্রোঁ সপ্তাহান্তে দ্বিতীয় দফা ভোটে লো পেনের বিরুদ্ধে বিজয়লাভ করেন। কট্টর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী লো পেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠ বলে অভিযোগ করা হয়েছে।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ