ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বব্যাপী করোনার প্রকোপ কমে আসছে

প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২২, ০৯:৪০

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ কমে আসছে। এখনো সারা বিশ্বে নতুন করে হাজারো মানুষের প্রাণ কাড়ছে চীনের উহান থকে ছড়িয়ে পড়া ভাইরাসটি। সংক্রমিতের তালিকাতেও প্রতিদিন নাম উঠছে লাখ লাখ মানুষের।

গত একদিনে সারা বিশ্বে কমেছে ভাইরাসটিতে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৭ জন, যা আগের দিনের তুলনায় কম। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৪৩ হাজার ১৯৯ জনে।

একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৫৮ জন মানুষ। তাদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ কোটি ৯৪ লাখের ঘর।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়াতে। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজান ৭২৫ জন। দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১০৯ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৬৮ জন মৃত্যুবরণ করেছেন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৯০২ মৃত্যুবরণ করেছেন।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ব।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ