ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মৃত্যুদণ্ড বাতিল করছে সিয়েরা লিওন

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২১, ০০:০০ | আপডেট: ২৬ জুলাই ২০২১, ০৪:৩৭

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওনে মৃত্যুদণ্ডের সাজা বাতিলের পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। আফ্রিকা মহাদেশের ২৩তম দেশ হিসেবে গত শুক্রবার দেশটি মৃত্যুদণ্ড বাতিলের এ পদক্ষেপ নিল। এদিকে সিয়েরা লিওনের পার্লামেন্টের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

এ তথ্য জানিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, এদিন পার্লামেন্টের অধিকাংশ সদস্য মৃত্যুদণ্ড সাজা বাতিলের বিপক্ষে ভোট দেন। সিয়েরালিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বাও শিগগিরই এ প্রস্তাবে (বিলে) স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পর প্রস্তাবটি আইনে পরিণত হবে। মূলত, মানবাধিকার কর্মীদের সমালোচনার মুখেই এ শাস্তি বাতিল হতে যাচ্ছে দেশটিতে।

অপরদিকে সিয়েরালিওনের প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল, পার্লামেন্ট ও সুশীল সমাজকে ধন্যবাদ জানান দেশটির ইনস্টিটিউট ফর লিগ্যাল রিসার্চ অ্যান্ড এডভোকেসি ফর জাস্টিস (আইএলআরএজে)-এর প্রতিষ্ঠাতা বাসিতা মাইকেল।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ