ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে মিসাইল কারখানা ধ্বংস

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২২, ১৭:২৯

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত একটি মিসাইল কারখানা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে কারখানাটিতে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। রাশিয়ার ভূখণ্ডে হামলা বন্ধ না করলে কিয়েভে এরকম আরও হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়, কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ভিজার সামরিক কারখানা ধ্বংস করতে একটি রুশ সামরিক বিমান ব্যবহার করা হয়। ওই কারখানায় বিমান ও জাহাজ বিধ্বংসী মিসাইল তৈরি করে ইউক্রেন।

এর আগে, বৃহস্পতিবার রাশিয়ার বেলগরোদ ও ব্রিনস্ক অঞ্চলে মিসাইল হামলা চালায় ইউক্রেন। এই দুই অঞ্চলে ইউক্রেনীয় মিসাইল হামলায় ৮ রুশ নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। মূলত, ইউক্রেনের হামলার জবাবে কিয়েভের উপকণ্ঠে ওই মিসাইল কারখানায় হামলা করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেন, রুশ ভূখণ্ডে হামলা না থামালে কিয়েভে আরও মিসাইল নিক্ষেপ করবে তার দেশ। এর আগে গত বুধবারও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন এই রুশ কর্মকর্তা।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ