ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইসরাইলি সেনার গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২২, ২২:২০

ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি হামলার ঘটনার পর দেশটির সামরিক বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান শুরু করে। খবর আলজাজিরা।

এ অভিযানে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুইজন নাগরিক নিহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও গতকাল বুধবার তিন জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে, ইসরাইলের সামরিক বাহিনী গতকাল বুধবার সন্ধ্যায় ১৪ বছর বয়সী কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেল, সেনাদের উদ্দেশ্য ওই ফিলিস্তিনি কিশোর একটি পেট্রল বোমা ছুঁড়ে মারে। ফলে তারা গুলি ছুড়তে বাধ্য হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গতকাল বুধবার রামাল্লাহর কাছাকাছি জায়গায় ইসরাইলের সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। ওই সময় আরও একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ