ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশনার সময়: ১৩ এপ্রিল ২০২২, ২১:১৭

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি পদত্যাগ করেছেন। একই সঙ্গে সরকারও ভেঙে দেওয়া হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে দেশটির প্রেসিডেন্ট আলাসান ওউত্তারার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণ করেন।

বুধবার এক সরকারি বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি প্রেসিডেন্ট আলাসান ওউত্তারার কাছে সরকারের পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। প্রেসিডেন্ট আউত্তারা আগামী সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন।

গত তিন বছরে আইভরি কোস্টে আচি তৃতীয় প্রধানমন্ত্রী। এর আগে আহমাদউ গন কউলিবালে ও হামেদ বাকায়োকো দু’জনই ২০২০ মৃত্যুবরণ করেছিলেন।

সরকারের এক সূত্রের বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলুর খবরে বলা হয়, রাষ্ট্রীয় খরচ কমাতে সরকারের আকার ছোট করতে চান প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী আচির সরকার ৩০ সদস্যে নামিয়ে আনার নির্দেশ দেন প্রেসিডেন্ট। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন আচি ও তার সরকার।

প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী নতুন সরকারের আকার ৩০ সদস্যের বেশি হবে না বলেও জানানো হয় সরকারি বিবৃতিতে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ