ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় ৪৫ কোটি মানুষ!

প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২২, ০৬:৫০

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৯ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ১১৯ জন। আর মৃত্যু হয়েছে ৬২ লাখ ৫ হাজার ১২ জনের।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৪ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার ১০৭ জন।

মঙ্গলবার (১২ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২০ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ২১৭ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ১৩২ জন। মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৭২২ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১ লাখ ৫২ হাজার ৪০২ জন। মারা গেছেন ৬ লাখ ৬১ হাজার ৩০৯ জন।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ