ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইমরানকে উৎখাতে ‘বিদেশি ষড়যন্ত্র’ তদন্তে কমিশন গঠন

প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২২, ০৪:৪৩

শনিবার অনুষ্ঠিত হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে ভোট। এর আগে ইমরান খান বারবার দাবি করেছেন এর পেছনে ‘বিদেশি ষড়যন্ত্র’ রয়েছে। এবার সেই ‘বিদেশি ষড়যন্ত্র’ প্রকাশ্যে আনতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের সরকার। তদন্ত কমিশনের নেতৃত্বে দেবেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) তারিক খান।

শুক্রবার (৮ এপ্রিল) দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘কমিশন প্রমাণ করবে ওই বিদেশি চিঠির অস্তিত্ব আছে। ‘শাসন ক্ষমতা পরিবর্তনের’ হুমকি থাকলেও কমিশন তা তদন্ত করবে। তবে এর আগে বিরোধী নেতা শেহবাজ শরিফ দাবি করেন ওই চিঠি ভুয়া।

এদিকে অনাস্থা প্রস্তাবের আগে দিন শুক্রবার রাতে প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, তিনি সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছেন। তবে এই রায়ে তিনি হতাশ। কারণ ‘বহির্বিশ্বের হস্তক্ষেপের দাবি নিয়ে তদন্ত করেনি সুপ্রিম কোর্ট।

শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে ইমরান খান বলেন, ‘আমদানি করা সরকার’কে তিনি গ্রহণ করবেন না। এ জন্য রবিবার (১০ এপ্রিল) এশার নামাজের পরে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য দেশের নাগরিকদের বেরিয়ে আসার আহ্বান জানান। সূত্র : ডন

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ