ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২২, ০৪:১৯

অনকে আগে থেকেই টালমাটাল ছিল পাকিস্তানেন অর্থনৈতিক অবস্থা। তারওপর এখন চলছে রাজনৈতিক সংকট।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ঐতিহাসিক দরপতন হয়েছে। প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১৯১ রুপি।

আল-জাজিরার খবরে বলা হয়, কয়েক মাস ধরেই পাকিস্তানি রুপির দরপতন হচ্ছিল। এ অবস্থা আরো গতি পায় গত মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনলে।

ডলারের বিপরীতে গত এক মাসে রুপি দর হারিয়েছে ৬ শতাংশ। আর ২০২১ সালের জুলাই থেকে রুপির ১৮ শতাংশ দরপতন হয়েছে। বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলারের মূল্য ছিল ১৯১ রুপি। অপর দিকে আন্তব্যাংকিং বিনিময় হার ছিল ১৮৯ রুপি।

এদিকে পাকিস্তানের রিজার্ভ ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার থেকে কমে বর্তমানে ১ হাজার ২০০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ