ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কার

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২২, ০২:১২

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার করা হয়েছে রাশিয়াকে। ইউক্রেনে ‘মানবাধিকার হরণ ও নৃশংসতা’ চালানোর অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক রেজুলেশনে ইউক্রেনে চলমান মানবাধিকার ও মানবিক সংকটের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩ দেশ ও বিপক্ষে ভোট দেয় ২৪ দেশ। ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ।

ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিসিয়া বুচা শহরে কথিত বেসামরিক হত্যার বিষয়টি উত্থাপন করে রাশিয়াকে গুরুতর অন্যায়ের দায়ে অভিযুক্ত করেন।

ভোটের পরে দেওয়া বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি গেনাডি কুজমিন এ পদক্ষেপকে ‘অবৈধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে বর্ণনা করেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জাতিসংঘের ভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেন, জাতিসংঘের মানবাধিকার রক্ষা সংস্থায় যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই। সকল সদস্য রাষ্ট্রের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা প্রাসঙ্গিক এ রেজুলেশনকে সমর্থন করে ইতিহাসের সঠিক দিকটি বেছে নিয়েছে।

মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কারের ঘটনা বিরল। সর্বশেষ ২০১১ সালে এই সংস্থা থেকে লিবিয়াকে বহিষ্কার করা হয়েছিল।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ