ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

এত সম্পদ ট্রাম্পের!

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২২, ০৯:৪১

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ ক্রমশই বাড়ছে। ফোর্বস ম্যাগাজিনের বরাত দিয়ে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউস ছাড়ার ১৪ মাসেরও বেশি সময় পর ট্রাম্পের মোট সম্পদ বেড়ে ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে আরো বলা হয়, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের মোট সম্পদ ছিল সাড়ে ৪ বিলিয়ন ডলার। প্রেসিডেন্ট থাকার সময় তার সম্পদের পরিমাণ কমতে কমতে ২০২০ সালে ২ দশমিক ১ বিলিয়ন ডলারে এসে ঠেকে। তবে এর পর থেকে তার সম্পদ ক্রমশ বাড়ছে।

প্রতিবেদন মতে, ২০২১ সালে ট্রাম্পের সম্পদ খানিকটা বেড়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিকল্প হিসেবে ট্রুথ সোশ্যাল চালুর পর ট্রাম্পের সম্পদের পরিমাণ বেড়েছে বলে মনে করছে ফোর্বস। এতে বলা হয়, ৭৫ বছর বয়সি ট্রাম্প প্রযুক্তি খাতে বিনিয়োগ করছেন। যদিও তিনি ইমেল ব্যবহার করেন না। অভিজ্ঞতা নেই এমন খাতেও বিনিয়োগ করতে ট্রাম্প ভয় পান না। তবে ফোর্বসের হিসাবে ২০১৫ সালে ট্রাম্পের মোট সম্পদ ছিল ৪ দশমিক ১ বিলিয়ন ডলার। সম্প্রতি ট্রাম্প তার সম্পদের পরিমাণ ৪৩০ মিলিয়ন ডলার বৃদ্ধি করেছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ