ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীলঙ্কায় প্রতি কেজি আপেল হাজার রুপি

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২২, ০৬:৪৫

তীব্র অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় শাকসবজি ও ফলমূলের দাম বেড়ে আকাশচুম্বী। বর্তমানে শ্রীলঙ্কার স্থানীয় বাজারে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে ১ হাজার রুপিতে আর নাশপাতির কেজি দেড় হাজার রুপি। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে তারা।

অর্থনৈতিক সংকটের কারণে দেখা দিয়েছে খাদ্য ও জ্বালানির তীব্র ঘাটতি। মূলত করোনাভাইরাস মহামারি শুরুর সময় থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে; যা বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে।

রাজধানী কলম্বোয় খাদ্যপণ্য বিক্রেতা ফারুখ বলেন, ‘৩-৪ মাস আগে আপেল প্রতি কেজি বিক্রি হতো ৫০০ রুপি। এখন তা ১ হাজার রুপি বিক্রি হচ্ছে। আগে প্রতি কেজি নাশপাতি ৭০০ রুপি দরে বিক্রি হতো, এখন প্রতি কেজি দেড় হাজার রুপিতে বিক্রি হচ্ছে। মানুষের কাছে টাকা নেই। কেনার ক্ষমতা নেই।’

রাজা নামের অপর এক খাদ্য বিক্রেতা বলেন, ‘প্রতিদিন দাম বাড়ছে এবং মানুষের কাছে কোনো নগদ অর্থ নেই। কোনো ব্যবসা নেই। গোতাবায়াকে পদত্যাগ করতেই হবে।’

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ