ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বে কতটা কমেছে করোনার প্রভাব?

প্রকাশনার সময়: ০৬ এপ্রিল ২০২২, ১০:২০

প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বে দুই বছরের বেশি সময় ধরে তাণ্ডব চালাচ্ছে। এতে প্রাণহানি হয়েছে অনেক। ভাইরাসটির প্রভাবে কর্মস্থল হারিয়ে বেকারের সংখ্যা কম নয়।

তবে দুই বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। বেশিরভাগ মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে করোনাভাইরাসের প্রভাব কী ততটা কমেছে, যতটা মানুষ মনে করছে?

বিশ্বে করোনাভাইরাসের দাপট তুলনামূলক কমলেও এটি এখনো হারিয়ে যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, করোনার সব বিধিনিষেধ উঠিয়ে দেয়ার ফলে এর সংক্রমণ আবারও প্রকট আকার ধারণ করতে পারে। মাস্ক পরা ও টিকা নেয়ার মতো ব্যবস্থাগুলোও বহাল রাখার পক্ষে সংস্থাটি।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৮০ জনের, সুস্থ হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৯ কোটি ৩৭ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬১ লাখ ৮২ হাজার ৯৩০ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪২ কোটি ৯৩ লাখের বেশি মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ২৫ হাজার ৪৮০ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ১৯ লাখ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৪৬৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৯ হাজার ৩৯০ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৭৬৭ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২১ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ হাজার ১২৯ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৬ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। বেশিরভাগ দেশ করোনার বিধিনিষেধ পুরোপুরি তুলে নিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ