মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রা রুপির দর পতনের রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার (৫ এপ্রিল)। দেশটিতে চলমান রাজনৈতিক সংকট মুদ্রার এই দরপতনে বড় প্রভাব রেখেছে। মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর দাঁড়ায় ১৮৫.২।
গত রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এর পরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক এই সংকটে পাকিস্তানের ঝিমিয়ে পড়া অর্থনীতি আরও শ্লথ হয়ে পড়েছে। এর আঁচ লেগেছে মুদ্রার মানেও।
মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান এর আগের দিনের তুলনায় ১ দশমিক ১৪ রুপি হ্রাস পায়। এতে পাকিস্তানের ইতিহাসে রেকর্ড গড়ে রুপির মান দাঁড়ায় প্রতি ডলারের বিপরীতে ১৮৫.২।
অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে কাজ করা মেতিস গ্লোবাল জানিয়েছে, গত মার্চে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে উত্থাপনের পর এ পর্যন্ত ডলারের বিপরীতে রুপির দর ৫.৪ হ্রাস পেয়েছে।
পাকিস্তানের এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাফর পরচা আজকের দিনটিকে ‘পাকিস্তানের ইতিহাসে একটি কালো দিবস’ বলে অভিহিত করেছেন।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ