ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

‘প্রত্যাহারের নামে সেনা সংগঠিত করে আক্রমণ করবে রাশিয়া’

প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২২, ২১:৫৪

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া। তবে এটিকে সেনা প্রত্যাহার মানতে নারাজ পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, রাশিয়া প্রকৃত অর্থে কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করছে না। এটা প্রকৃত সেনা প্রত্যাহার নয়।

সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ন্যাটো প্রধান এমন মন্তব্য করেছেন।

জেনস স্টলটেনবার্গ বলেন, এটা সেনা প্রত্যাহার নয় বরং পুনঃস্থাপন। এসময় তিনি সেনা সংগঠিত করে পুনরায় হামলা করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এরআগে গত মঙ্গলবার তুরস্কে বৈঠকে বসে রাশিয়া এবং ইউক্রেনের আলোচকরা। এই বৈঠকে রাশিয়া কিয়েভ এবং চেহেরনিহিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং হামলা কমানোর ঘোষণা দেয়।

কিন্তু ইউক্রেনসহ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গোয়েন্দারা বলছেন, রাশিয়া ইউক্রেনে তাদের লক্ষ্য পরিবর্তন করেনি। তারা সেনা প্রত্যাহারের নামে ভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে পুনরায় সংগঠিত হয়ে আক্রমণ করার জন্য।

তবে রাশিয়া এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ