ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেয়ার আহ্বান ইমরান খানের

প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২২, ১৪:৫২ | আপডেট: ০৩ এপ্রিল ২০২২, ১৫:০২

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান নিজেই প্রেসিডেন্টকে এমন পরামর্শ দেওয়ার কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

এর আগে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যায়িত করে প্রস্তাবটি বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অনাস্থা প্রস্তাব বাতিলের মধ্য দিয়ে বিদেশি চক্রান্তে সরকার বদলের চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন ডেপুটি স্পিকার।

ডনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিলে দেশটিতে নতুন নির্বাচন হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুখ হাবিব বলেন, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববারের ভাষণে ইমরান বলেছেন, জাতির সঙ্গে বিদ্রোহ করা হয়েছে। জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়। কোনও দুর্নীতিবাজ শক্তি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ