ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

চার হাজার ভিক্ষুক আটক সৌদি আরবে

প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২২, ০৪:০৯

ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সৌদি আরব। অভিযান চালিয়ে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় চার হাজার ভিক্ষুককে আটক করেছে সৌদি নিরাপত্তা বাহিনীর পাবলিক সিকিউরিটি।

শনিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে পাবলিক সিকিউরিটি বলেছে, ভিক্ষুকদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে গত ২২ মার্চ থেকে ৩০ মার্চ থেকে ফের অভিযান চালানো হয়। সপ্তাহব্যাপী এই অভিযানে গ্রেফতারের পাশাপাশি ভিক্ষুকদের ভিক্ষার অর্থও জব্দ করা হয়েছে।

সৌদি আরবে বর্তমানে সব ধরনের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। ভিক্ষাবৃত্তি বন্ধে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নেঈ কাজ করে যাচ্ছে পাবলিক সিকিউরিটি।

ভিক্ষাবৃত্তি বন্ধে কঠোর নিয়ম-কানুন করেছে সৌদি সরকার। এছাড়া গত বছরই ‘অ্যান্টি বেগিং ল’ বা ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে আইন নামে একটি আইন পাস করেছে। এই আইন অনুযায়ী, কেউ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকলে তাকে গ্রেফতার করা হবে। সেই সঙ্গে শাস্তি হিসাবে সর্বোচ্চ এক বছরের জেল ও ২২ লাখ ৭২ হাজার ৬৬ টাকা (এক লাখ সৌদি রিয়াল) জরিমানা হবে।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ