ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

এক টাকার কয়েন জমিয়ে স্বপ্নের বাইক! 

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২২, ১০:৪০

অনেকদিন ধরেই মোটরবাইক কেনার স্বপ্ন ছিল ভি বুপাঠির। তবে সাধ থাকলেও ছিল না সাধ্য। তাই তিন বছর ধরে জমানো কয়েন দিয়ে পছন্দের বাইক কিনেন তিনি। ভারতের তামিলনাড়ুর সালেমের বাসিন্দা এই যুবক পেশায় কম্পিউটার অপারেটর।

সম্প্রতি কয়েনবোঝাই ভ্যানে করে মোটরবাইকের দোকানে হাজির হন। দুই লাখ ৬০ হাজার রুপি দিয়ে কিনে নেন বাজাজ ডমিনার ৪০০ মডেলের বাইক। জানা যায়, ভি বুপাঠির একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলের আয় থেকেই বাইকটি কিনলেন তিনি। কিন্তু এত কয়েন সংগ্রহ করলেন কীভাবে? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, মন্দির, চায়ের দোকান, হোটেল থেকে তার টাকা খুচরা করে নিতেন তিনি। পরে তা সঞ্চয় করতেন।

এদিকে, এত কয়েন একসঙ্গে গুনতে হবে দেখে বাইক বিক্রি করতে চাননি দোকানের ম্যানেজার। কিন্তু বুপাঠির প্রবল ইচ্ছার কথা ভেবে রাজি হন তিনি। দোকানের পাঁচ কর্মী এবং বুপাঠি ও তার চার বন্ধু মিলে টাকা গুনতে শুরু করে। ১০ ঘণ্টা পর বুপাঠির হাতে আসে সেই বহু প্রতীক্ষিত মোটরবাইক।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ