ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

আবারও চীনে লকডাউন

প্রকাশনার সময়: ২৯ মার্চ ২০২২, ০৫:৫১

আবারও চীনে লকডাউন। করোনা শুরুর দুই বছরেরও অধিক সময় পর প্রথমবারের মত শহর ব্যাপী লকডাউন ঘোষণা করেছে চীন। চীনের সাংহাইয়ে দুই ধাপে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়।

গত এক মাস ধরেই শহরটিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণের হার না কমায় পুরো শহরটিতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে । শহরটির দুই অঞ্চলে দুই ধাপে লকডাউন কার্যকর হবে। শহরের পূর্বাঞ্চলে সোমবার থেকে পহেলা এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। আর পশ্চিম অংশে পহেলা এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউনের সময় নগরীর গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে কিংবা বাড়ি থেকে কাজ চালাতে হবে।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ