ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দ.আফ্রিকায় দাঙ্গায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩৭

প্রকাশনার সময়: ২৩ জুলাই ২০২১, ১৫:৫৯

দক্ষিণ আফ্রিকায় চলমান দাঙ্গায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দেশটির রাষ্ট্রপতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার পুলিশ মৃতের সংখ্যা সংশোধন করেছে। সহিংসতায় গুয়েটাং প্রদেশে মারা গেছে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে মারা গেছে ২৫৮ জন।’

তিনি আরও জানান, ‘দাঙ্গা চলার সময় বেঁচে যাওয়া অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে।’

দেশটিতে দাঙ্গায় ব্যাপক লুটপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনা ঘটছে। এ পরিস্থিতি সামাল দিতে দেশটির নিরাপত্তা বাহিনী গুলি চালায়।

জানা যায় ১৫ মাসের কারাবাস শুরুর পর বৃহস্পতিবার ভাইয়ের জানাজায় অংশ নিতে জুমা প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

উল্লেখ্য, চলমান দুর্নীতির তদন্তকারীদের তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা না করায় ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। ৭ জুলাই জ্যাকব জুমা আত্মসমর্পণ করেন। এরপর তাকে কারাগারে পাঠােনোর পর থেকেই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পরে। প্রথমে জ্যাকব জুমার এলাকা কাওয়াজুলু-নাতালে বিক্ষোভ শুরু হলেও পরে তা জোহানেসবার্গে ছড়িয়ে পড়ে।

নয়া শতাব্দী/জেআই/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ