ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

চীনের বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ 

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২২, ২১:৪৬

চীনের বিরুদ্ধে ‘নির্লজ্জ মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানোর’ অভিযোগ তুলেছেন ন্যাটো জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ। এছাড়াও রাশিয়াকে রাজনৈতিক সমর্থন দেয়ারও অভিযোগ করেন পশ্চিমা এ সামরিক জোট প্রদান। বুধবার (২৩ মার্চ) তিনি চীনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। খবর সিএনএন

বৃহস্পতিবার ব্রাসেলেসে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের প্রাক্কালে চীনকে সতর্ক করে ন্যাটো প্রধান বলেন, ইউক্রেন আগ্রাসনে বেইজিংয়ের ভূমিকা ন্যাটো সম্মেলনে উত্থাপন করা হবে।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পুরো বিশ্ব মস্কোর বিরুদ্ধে গেলেও চীন প্রকাশ্যেই দেশটির সমর্থন জানিয়ে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে তাল মেলাবে না বলেও জানিয়ে দিয়েছে বেইজিং। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার ক্ষেত্রে পোল্যান্ডের দেয়া প্রস্তাবের ক্ষেত্রেও নেতিবাচক সাড়া দিয়েছে চীন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ