ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধের নির্দেশ তালেবানের

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২২, ২০:৩৬

মেয়েদের জন্য স্কুল খোলার ঘোষণা দেওয়ার কয়েকঘণ্টা পরই সিদ্ধান্ত বদলেছে তালেবান। স্কুলে মেয়েরা কী পোশাক পরে আসবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়ার স্কুল খোলার ঘোষণা প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে তালেবান।

গত বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে বন্ধ রয়েছে মেয়েদের স্কুল। তবে মঙ্গলবার তালেবান স্কুল খোলার ঘোষণা দেয়। তবে কয়েক ঘণ্টা পরই সেই সিদ্ধান্ত পালটে জানানো হয় আফগানিস্তানের মাধ্যমিক বিদ্যালয়গুলো ছাত্রীদের জন্য বন্ধই থাকবে।

এদিকে কয়েক ঘণ্টার মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত বাতিল করায় হাতাশা ও ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও ছাত্রীরা। অনেক ছাত্রীই কান্নায় ভেঙে পড়েন।

অনেকে ছাত্রীই এর আগে আবার স্কুলে ফিরতে পারার কারণে আনন্দ প্রকাশ করেছিলেন।

আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে মেয়েদেরসহ সব শিক্ষার্থীদের জন্য স্কুল খোলার ঘোষণা দেওয়ার পরই এই সিদ্ধান্তটি এসেছে।

নোটিশে বলা হয়েছে, `যেসব বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির উপরে মেয়ে শিক্ষার্থী রয়েছে তাদের জানাচ্ছি যে পরবর্তী আদেশ না হওয়া স্কুল পর্যন্ত বন্ধ থাকবে।

নোটিশে আরও বলা হয়েছে, ‘শরিয়া আইন এবং আফগান ঐতিহ্য’ অনুযায়ী নারী শিক্ষার্থীদের ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে স্কুলগুলো আবার চালু হবে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ