ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

সাবেক অর্থমন্ত্রী যখন উবার চালক!

প্রকাশনার সময়: ২২ মার্চ ২০২২, ০৩:৫৭

সংসার চালানোর জন্য উবার চালক হিসেবে কাজ করছেন আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। ওয়াশিংটনে তাঁকে এ কাজ করতে দেখা যায়। গত বছরের আগস্টে তালেবান দেশটির ক্ষমতায় আসার পর আফগানিস্তানের কাবুল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাবেক এই অর্থমন্ত্রী।

সম্প্রতি ওয়াশিংট্ন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে খালিদ পায়েন্দা বলেন, গত সপ্তাহে একরাতে ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে ১৫০ ডলারের কিছু বেশি উপার্জন করেছেন তিনি।

আফগানিস্তান ছেড়ে যাওয়ার ব্যাপারে খালিদ বলেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার এক সপ্তাহ আগে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করি আমি। তিনি জানান, তৎকালীন প্রধানমন্ত্রী আশরাফ ঘানির সাথে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল সেসময়।

তালেবান কাবুল দখলের ৫ দিন আগে পোস্ট করা এক টুইট বার্তায় খালিদ বলেছিলেন, আমি ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালাম। অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্ব দেয়া আমার জন্য বড় সম্মানের ব্যাপার ছিল। কিন্তু ব্যক্তিগত অগ্রাধিকারের বিষয়গুলোর জন্য পদত্যাগ করার সময় চলে এসেছে।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ