ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনের সব বন্দর বন্ধ ঘোষণা

প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২২, ২২:২০

ইউক্রেনিয় সব বন্দর বন্ধ ঘোষণা করেছে ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনিয় বন্দরগুলোতে সব ধরনের জাহাজ প্রবেশ কিংবা প্রস্থান সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পরই ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির বন্দরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত ঘোষণা করেছিল।

এদিকে, রুশ আগ্রাসনের ২৬তম দিনে ইউক্রেনে দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। রুশ বাহিনী গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলের দখল নিতে মরিয়া হয়ে ওঠেছে। দখল নিতে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা। এরআগে গতকাল রুশ বাহিনী মারিউপোলকে আত্মসমর্পণের আহ্বান জানালে শহর কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়।

অন্যদিকে, রাজধানী কিয়েভেও রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার আবাসিক এলাকা ও শপিংমলে গোলার আঘাতে চারজন নিহত হয়েছেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ