ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

বাইডেনের বক্তব্য ক্ষমার অযোগ্য : দিমিত্রি পেসকভ

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২২, ১৭:৩৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলায় ক্ষুব্ধ ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থা তাসকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বলেছেন,যে দেশের বোমা হামলায় বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ মারা যাচ্ছে, সে দেশের প্রধানের মুখে এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। খবর আরটি নিউজ।

এরআগে স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ‘যুদ্ধাপরাধী’ বলে মনে করেন কি না। প্রাথমিকভাবে বাইডেন এর উত্তরে ‘না’ বলেন। তবে পরে তিনি ওই সাংবাদিককে প্রশ্নটির ব্যাখ্যা দিতে বলেন। এরপর বলেন, ‘আমি মনে করি, তিনি একজন যুদ্ধাপরাধী।’

পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করতে জাতিসংঘের প্রস্তাবে এর আগে সমর্থন জানায় মার্কিন সিনেট। এর এক দিন পরই মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন। গত মঙ্গলবার ডেমোক্রেটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শ্যুমার বলেন, ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা জানান, পুতিনকে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে নৃশংস অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।

তবে পুতিন বরাবরই বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। পুতিন বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। এ অস্ত্র কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ