ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাপানের ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা প্রত্যাহার

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২২, ০৫:৫০

জাপানে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ৯০ জন। ২০ লাখের উপর বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জাপানের এনএইচকে ন্যাশনাল টেলিভিশন জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এতেই এসব ক্ষয়ক্ষতি ঘটে।

এনএইচকে আরো জানিয়েছে, দেশটির ফুকুশিমা ও শিরোশিজাও শহরের মধ্যে চলাচল করা একটি বুলেট ট্রেন ভূমিকম্পের কারণে লাইনচ্যুত হয়ে যায়। এছাড়া আরো বেশ কিছু রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো সমস্যা দেখা দেয়নি।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ