ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফের পর্যটক ভিসা চালু করল ভারত

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২২, ২০:৪০

ফের বিদেশি পর্যটকদের জন্য পাঁচ বছরের নিয়মিত ভিসা সেবা চালু করছে ভারত। করোনা মহামারির কারণে গত ২ বছর ধরে পর্যটন ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল।

বুধবার (১৬ মার্চ) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যারা করোনার আগেই টুরিস্ট ভিসা পেয়েছিলেন, ভিসার মেয়াদ থাকলে বৈধ ভিসাধারীরা এখন থেকে ভারত ভ্রমণ করতে পারবেন। এছাড়া নতুন করেও সর্বোচ্চ ৫ বছরের জন্য টুরিস্ট ভিসার আবেদনও করা যাবে।

ভারত সরকার ১৫৬টি দেশের নাগরিকদের টুরিস্ট ও ই-ট্যুরিস্ট ভিসায় কেবল নির্ধারিত সমুদ্র অভিবাসন চেক পোস্ট বা বিমানবন্দরে ফ্লাইটের মাধ্যমে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, বিদেশি নাগরিকদের স্থল সীমান্ত বা নদীপথ দিয়ে পর্যটক ভিসা বা ই-ট্যুরিস্ট ভিসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ