ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২২, ২১:১৩ | আপডেট: ১৩ মার্চ ২০২২, ২১:৪১
ছবি : এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠের শহর ইরপিনে পেশাগত দায়িত্ব পালনের সময় এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করেছে রুশ সেনারা।

রোববার (১৩ মার্চ) ইরপিনে খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো এক সাংবাদিক। ইরপিনে এই দু’জন সাংবাদিকের উপর গুলি চালিয়েছে রুশ সেনা।

নিহত সাংবাদিকের নাম ব্রেন্ট রিনাড বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের রাজধানী কিভের পুলিশ প্রধান। নিহত সাংবাদিক মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের প্রাক্তন কর্মী বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসে। খবর গার্ডিয়ান

আঞ্চলিক পুলিশ প্রধান ওই সাংবাদিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত সাংবাদিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযান তীব্র আকার ধারণ করেছে। রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে রুশ সেনারা।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলাসহ দেশটির দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউক্রেনে ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

রোববার পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩৪ জন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ