ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বাইডেন-জেলেনস্কির ৪৯ মিনিটের কথোপকথন

প্রকাশনার সময়: ১২ মার্চ ২০২২, ১৪:৫৭

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেছেন।

শুক্রবার (১১ মার্চ) ৪৯ মিনিট ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে। খবর সিএনএন।

বৈঠকের পরে জেলেনস্কি টুইটারে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাস্তবসম্মত কথোপকথন হয়েছে। তাকে যুদ্ধের পরিস্থিতি ও বেসামরিক মানুষদের বিরুদ্ধে রাশিয়ার করা অপরাধ সম্পর্কে অবহিত করেছি। আমরা ইউক্রেনের নিরাপত্তা জোরদার এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে আরও পদক্ষেপের বিষয়ে সম্মত হয়েছি।

এর আগে, বাইডেন-জেলেনস্কি ফোনে যতবার কথা বলেছেন, সেগুলোর স্থায়িত্ব ছিল ৩০ থেকে ৪০ মিনিট। শুক্রবারই বেশি সময় ধরে কথা বলেছেন তারা।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ