ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

চীনে আবারও লকডাউন, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশনার সময়: ১২ মার্চ ২০২২, ০৫:০৭

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্কুল কলেজসহ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে এই লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে ওই শহরের ৯০ লাখ মানুষ এখন ঘরবন্দি।

লকডাউন ঘোষণা করায়, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। বের হলেও কেবল পরিবারের একজন সদস্য বের হতে পারবেন। তাও দুদিন পর পর। জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে বলা হয়েছে এ লকডাউনে।

শুক্রবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করার নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়ে কিছু জায়গায় আংশিক আবার কিছু জায়গায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনায় চীনে গত এক সপ্তাহে জিলিন প্রদেশে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১০০ জন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ