ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

তুরস্কে বসছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশনার সময়: ০৯ মার্চ ২০২২, ১৪:২৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে একটি বৈঠকে মিলিত হচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই বৈঠকের প্রস্তাব করেছেন বলে জানা গেছে।

এখন পর্যন্ত জানা যাচ্ছে, বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুই দেশের মধ্যে কোন শান্তি আলোচনার সম্ভাবনা দূরূহ বলে মনে করা হচ্ছে, কারণ কোন সমঝোতায় এখনো দুই পক্ষ পৌঁছাতে পারেনি। খবর বিবিসি

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া-ইউক্রেনকে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়েছিলেন। তিনি উদ্ভূত পরিস্থিতিকে ‘দুর্ভাবনা’ বলে বর্ণনা করেছেন।

চীনা প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার শান্তি আলোচনাকে সমর্থন দেয়া উচিত, এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার ওপর অগ্রাধিকার দিতে হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ