ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২২, ১৭:১৮ | আপডেট: ০৮ মার্চ ২০২২, ১৭:২৪

ইউক্রেইন যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে।

রুপির দর সোমবারই নেমে এসেছিল অনেকটা, প্রতি ডলার বিনিময় হচ্ছিল ৭৬ দশমিক ৯৩ রুপিতে। এক পর্যায়ে তা ৭৭ দশমিক ০২ রুপিতে নেমে যায় বলে পিটিআইয়ের খবরে জানানো হয়।

এনডিটি লিখেছে, এর আগে আর কখনও ডলারের বিপরীতে এতটা সস্তা হয়নি ভারতীয় রুপি।

পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যাংক অব ইনডিয়া দেড়শ কোটি ডলার বাজারে ছাড়ে, যাতে ‍রুপির দর আরও পড়ে না যায়।

তাতে পরিস্থিতির সামান্য উন্নতি হয়। মঙ্গলবার প্রতি ডলার বিনিময় হচ্ছিল ৭৬ দশমিক ৭৩ রুপিতে।

রেলিগেয়ার ব্রোকিং এর কমোডিটি অ্যান্ড কারেন্সি রিসার্চের ভাইস-প্রেসিডেন্ট সুগন্ধা সচদেভা বলেন, “রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রকট হওয়ায় শেয়ার বাজারে ঝুঁকি তৈরি করেছে এবং ভারতীয় মুদ্রা ডলারের বিপরীতে ইতিহাসে প্রথমবারের মতো সর্বনিম্ম স্তরে নেমেছে।”

পিটিআইকে সচদেভা বলেন, “বহু বছরের মধ্যে ক্রুড অয়েলের দামের ব্যাপক বৃদ্ধি ও পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ঝুঁকি তৈরি করছে, যা ডলার-রুপি বিনিময় হারের তারতম্যের প্রধান কারণ।”

তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজারে রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক। ইউরোপীয় ইউনিয়ন তাদের গ্যাসের ৪০ শতাংশ এবং তেলের ৩০ শতাংশের যোগান পায় রাশিয়া থেকে। পুরো বিশ্বের ১০ শতাংশ তেলের যোগান রাশিয়াই দেয়।

ইউক্রেইনে আগ্রাসনের জবাবে রাশিয়ার তেলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনায় সোমবার বিশ্ব বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৩৯ ডলারে উঠে যায়, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের বিশ্লেষকরা বলেছেন, রাশিয়ার তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে বিকল্প কৌশল না নিয়েই নিষেধাজ্ঞার এই আলোচনা শুরু হওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে রাশিয়া হুমকি দিয়েছে, তাদের তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে জার্মানিতে পাইপলাইনে গ্যাস দেওয়া তারা বন্ধ করে দেবে। তখন প্রতি ব্যারেল তেলের দাম ৩০০ ডলারেও উঠতে পারে।

রেলিগেয়ার ব্রোকিং এর সচদেভা বলছেন, ভারতীয় রুপির সার্বিক প্রবণতা ভালো ইংগিত দিচ্ছে না। শিগগিরই ডলারের বিপরীতে এর মান আরও কমে যেতে পারে।

এর প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। মঙ্গলবার সকালে সেনসেক্স ১০০ পয়েন্ট হারিয়েছে, নিফটি ১৫ হাজার ৮৫০ এর নিচে লেনদেন করেছে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ