ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফিলিস্তিনে ভারতীয় দূতের মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২২, ১৫:২৮ | আপডেট: ০৭ মার্চ ২০২২, ১৬:১০

ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় দূত মুকুল আর্যকে তার অফিসের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এ বিষয়ে ভারত সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই বিস্তারিত জানায়নি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত রোববার (৬ মার্চ) ফিলিস্তিনের অফিস প্রাঙ্গণ থেকে মুকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক টুইটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রামাল্লায় ভারতীয় দূতের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত উজ্জ্বল ও মেধাবী কর্মকর্তা ছিলেন, সামনে তার অনেক কিছুই করার ছিল।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, মুকুল আর্যের মরদেহ ভারতে পাঠানোর বিষয়ে তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ (মুকুল আর্যের) মৃত্যুর বিষয়ে আরও তথ্য জানতে ফিলিস্তিনের স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন মন্ত্রণালয়সহ সব ধরনের নিরাপত্তা, পুলিশ ও সরকারি কর্তৃপক্ষকে অবিলম্বে রামাল্লায় ভারতীয় দূতের বাসভবনে যেতে নির্দেশ দিয়েছেন।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ