ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কিয়েভের নিকটবর্তী শহরে বোমা হামলা, পালাচ্ছে স্থানীয়রা

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২২, ২০:০৭

কিয়েভ থেকে বিশ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হওয়ার খবর দিয়েছে সিএনএন। হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছে মানুষ। শহরে এখন চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি মর্টার কিংবা গোলা বেসামরিক নাগরিকদের চেকপোস্টে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে ইরপিন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। ইরপিন শহর কিয়েভের উত্তরপশ্চিমে অবস্থিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের উপদেষ্টা লেকসি আরেস্টোভিচ জানিয়েছেন, শনিবার রাশিয়ার সেনারা হোস্তমেল এবং বুচা দখল করে নিয়েছেন। এখন সেখানে তারা (রুশ সেনারা) অবস্থান করছেন।

তিনি আরও বলেন, তারা অনেক শিশুকে আহত করেছে এবং বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে সরিয়ে নিতে দেয়নি। বাঙ্কারে অনেক শিশু রয়েছে।বেসমেন্টে এখনো ৭০ শিশু অবস্থান করছে। তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। এটা নৈতিক এবং মানবিক দুর্যোগ বলে অভিহিত করেন তিনি।

রাশিয়ার সেন্যদের হামলায় বেশ কয়েকজন শিশু নিহত হয়েছে বলেও ইউক্রেনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ