ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধে ৮৮ বিমান-হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২২, ১৫:৩৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১১তম দিন চলছে। পরাশক্তিধর রুশ বাহিনীর সামনে মনোবল আর দেশপ্রেম দিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন সেনারা। এ যেনো মাতৃভূমি রক্ষার শেষ চেষ্টা। খাতাকলমে রাশিয়ার সামনে ইউক্রেন নগণ্য হলেও ইউক্রেনিয়দের প্রতিরোধ প্রশংসা কুড়িয়েছে বিশ্বজুড়ে।

যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাশিয়া বিমান ও হেলিকপ্টার মিলিয়ে ৮৮টি এয়ারক্রাফট হারিয়েছে। বেশ কয়েকজন রাশিয়ান পাইলটকে আটক করা হয়েছে বলেছে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে।

মাইকোলিয়াভ অঞ্চলে রাশিয়ার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। ইউক্রেনের সৈন্যদের প্রতিরোধ দেখে মনোবল হারিয়ে ফেলছে রাশিয়ার বাহিনী।

তবে ইউক্রেনের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি। সূত্র : বিবিসি

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ