ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেন থেকে আরো ৬০০ জনকে ফেরালো ভারত

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২২, ০৫:১০

ইউক্রেনে আটকে থাকা আরো ৬০০ ভারতীয় নিজ দেশে ফিরেছেন। এ নিয়ে ভারতীয় বিমানবাহিনী ১০টি বিমানে করে এখন পর্যন্ত দুই হাজার ৫৬ জন ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে।

এদিকে, ইউক্রেনের দুই শহর মারিউপোল ও ভোলনোভখার থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গোলাবর্ষণ অব্যাহত থাকায় মারিউপোলের বেসামরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

মারিউপোল নগর কাউন্সিল বলেছে, রাশিয়ান পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতি মানছে না। যে কারণে সাধারণ লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ আপাতত স্থগিত করা হয়েছে।

বিবিসি বলছে, বাসিন্দাদের শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছে নগর কাউন্সিল। মারিউপোলের ডেপুটি মেয়র সেরহি ওরলভ বলেছেন, মারিউপোলে এখনও গোলাবর্ষণ করা হচ্ছে এবং লোকজনকে সরিয়ে নেওয়ার পথের শেষের দিকে লড়াই চলছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ