ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধ করতে দেশে ফিরেছেন ৬৬ হাজার ইউক্রেনিয় 

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২২, ১৭:১১ | আপডেট: ০৫ মার্চ ২০২২, ১৭:৩৫

ইউক্রেনে রুশ আগ্রাসনের দশম দিন চলছে। ইতোমধ্যেই কিছু অঞ্চল দখলে নিয়েছে রুশ সেনারা। খাতা কলমের হিসেবে ইউক্রেন রাশিয়ার তুলনায় দুর্বল হলেও ইউক্রেনিয়দের প্রতিরোধ প্রশংসা কুড়িয়েছে সারা বিশ্বে। এ যেনো বাঘের সামনে দাঁড়িয়েও বিড়ালের বেঁচে থাকার শেষ চেষ্টা।

প্রতিরোধ আন্দোলনে সারা দিয়েছেনে বিদেশে থাকা প্রবাসী ইউক্রেনিয়রাও। দেশে ফিরেছেন ৬৬ হাজার ২২৪ জন ইউক্রেনীয়। সাবাই যখন ভয়ে পালাচ্ছে দিকবেদিক তখন হাতে তৈরি বোমা দিয়েই দেশমাতৃকাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ এক টুইটার পোস্টে জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ২২৪ জন। রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই তারা দেশে ফিরেছেন। আমরা অপরাজেয়!

তাদের মধ্যে একজন হচ্ছেন ৫৬ বছর বয়সী ফুটবল কোচ ইয়োরি ভার্নিডাব। মলদোভার শেরিফ টিরাসপোলকে গত বছরের চাম্পিয়ন্স লীগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ে তিনি ভূমিকা রেখেছিলেন।

তিনি বলেছেন, যখনি তিনি ছেলের কাছ থেকে জানতে পারেন যে, রাশিয়া আক্রমণ করেছে, সেই সময় তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ