ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

করোনার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল

প্রকাশনার সময়: ১৯ জুলাই ২০২১, ০৬:৫২

আগামী সপ্তাহে আসন্ন ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২৫ এপ্রিল তার ভারত সফরের কথা ছিলো বরিস জনসনের।

সম্প্রতি ভারতে মহামারী করোনার প্রাদুর্ভাব ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ার কারণে তিনি এই সফর বাতিল করেছেন। এক বিবৃতির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে।

এনডিটিভি বলছে, কয়েকদিন ধরে ভারতে করোনা সংক্রমণের হার বিশ্বের সর্বোচ্চ। প্রতিদিনই দুই লাখের অধিক করে মানুষ আক্রান্ত হচ্ছে। বলা যায়, ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভারতে।

এই অবস্থায় ভারতে সফর নিরাপদ মনে করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর পরিবর্তে চলতি মাসের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেদের দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ