ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

নিরাপদে নেয়া হয়েছে বাংলার সমৃদ্ধির নাবিকদের

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২২, ২০:২৮ | আপডেট: ০৩ মার্চ ২০২২, ২০:৫০
ছবি : বিবিসি

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটাকাপড়া বাংলাদেশি জাহাজটিতে থাকা ২৮ জন নাবিক ও ইঞ্জিনিয়ারকে ওই বন্দর থেকে দুই কিলোমিটার দূরের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ খবর জানিয়েছেন।

এ বিষয়ে বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল নয়া শতাব্দীকে বলেন, ‘আমরা মাত্র জাহাজ থেকে সেফ জোনে (নিরাপদ স্থান) আসলাম। আমরা এখন বাঙ্কারে আছি। দোয়া করবেন আমাদের জন্য।’

‘বাংলার সমৃদ্ধি’ নামের ওই জাহাজটিতে বুধবার রকেট হামলায় নিহত হওয়া ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও একটি নিরাপদ হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।

রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন আরো জানান, বন্দরটির আশপাশের এলাকায় বাংলাদেশি অনেকে রয়েছেন- যাদের সহায়তার এ কাজটি দ্রুত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, হাদিসুর রহমানের মরদেহসহ এই ২৮ জনকে সীমান্ত পার করে পোল্যান্ডে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ