ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

পুতিনকে যে পরামর্শ দিলেন জেলেনস্কি

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২২, ১৯:১৬ | আপডেট: ০৩ মার্চ ২০২২, ১৯:১৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে অষ্টম দিনে। যুদ্ধ আতঙ্কে বসতভিটা ছেড়েছেন ১০ লাখ মানুষ। হতাহত হয়েছে কয়েক হাজার। রুশ হামলা থেকে বাদ পড়েনি ইউক্রেনীয়দের বেসামরিক স্থাপনাও। এমন পরিস্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষতিপূরণ দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠন করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘প্রতিশোধ ও অবদান শব্দগুলো শিখুন। আপনি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে এবং প্রতিটি ইউক্রেনীয়দের বিরুদ্ধে যা করেছেন তার জন্য আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে।’ খবর বিবিসি

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আপনি আমাদের সমস্ত ইউক্রেনীয় ক্যাথেড্রাল এবং গির্জা ধ্বংস করে দিতে পারেন কিন্তু আপনি ইউক্রেন ও ঈশ্বরের প্রতি আমাদের আন্তরিক বিশ্বাস ধ্বংস করতে পারবেন না। আমরা প্রত্যেকটি বাড়ি, রাস্তা ও শহর পুনর্গঠন করব।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ