ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষার্থীদের উদ্ধারে পুতিন-মোদির ফোনালাপ

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২২, ০৪:০৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খারকিভে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধার করতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভরতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি ও রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। বিশেষ করে খারকিভ শহরে, যেখানে বহু ভারতীয় আটকে আছেন।’

যেসব এলাকায় যুদ্ধ চলছে, সেখান থেকে ভারতীয়দের নিরাপদে উদ্ধারের বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

এ দিকে জাতিসংঘের সাধারণ সভায় ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করার পক্ষে প্রস্তাব নিয়ে ভোট থেকে বিরত থেকেছে ভারত। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৪১টি। ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিলো। ৫টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা ঘোষণার পর এ নিয়ে দ্বিতীয় বার টেলিফোনে কথা হলো মোদি ও পুতিনের। গত ২৫ ফেব্রুয়ারি মোদি টেলিফোনে পুতিনকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আবেদন জানিয়েছিলেন।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ