ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

‘যুক্তরাজ্য রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে’

প্রকাশনার সময়: ০১ মার্চ ২০২২, ০৬:১৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অঙ্গীকার করেছেন যে, যুক্তরাজ্য রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাতে তার কর্মের ফল পান, তা নিশ্চিতে কাজ করবে যুক্তরাজ্য ও এর পশ্চিমা জোট- বলেন তিনি।

বরিস জনসন বলেন, আমরা যখন বলি সবাই একই সুরে বলি, পুতিনকে পরাজিত হতেই হবে।

বরিস জনসন পোল্যান্ড ও এস্তোনিয়া সফরে যাচ্ছেন। এ সফর সামনে রেখেই তিনি এসব কথা বললেন। সফরে ন্যাটো নেতাদের পাশাপাশি ব্রিটিশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বরিস বলেন, রাশিয়ার আগ্রাসনে দুটি দেশই তীব্রভাবে আক্রান্ত হবে। যেহেতু মানবিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সেহেতু আমরা মূল্যবোধের বিনিময় করছি যা গুরুত্বপূর্ণ।

ইউক্রেনে রাশিয়ান হামলার বিরোধিতা শুরু থেকেই করে আসছেন বরিস। রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপে তিনি তার পশ্চিমা জোটের সুরেই সুর মেলাচ্ছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ