ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে ফ্রান্স

প্রকাশনার সময়: ০১ মার্চ ২০২২, ০৪:১১

রাশিয়া-ইউক্রেন সংঘাত চলছে। এ অবস্থায় কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। সোমবার প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে দ্রিয়ান এ ঘোষণা দেন বলে জানিয়েছে সিএনএন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট অফ রিপাবলিকের অনুরোধে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে নেওয়ার। কারণ রাজধানীতে ঝুঁকি ও হুমকি রয়েছে।

দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে লভিভে। ফ্রান্সের রাষ্ট্রদূত ইউক্রেনে বসবাসরত নাগরিকদের সাহায্যে এবং ইউক্রেনের কর্তৃপক্ষকে সমর্থন দিতে সেখানেই অবস্থান করছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে দ্রিয়ান। তিনি বলেন, যথেষ্ট ঝুঁকি থাকায় দূতাবাস স্থানান্তর করা হয়েছে।

নিউক্লিয়ার ফোর্সকে সতর্কে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশের বিষয়টিকে তিনি অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকি হিসেবে দেখছেন।

ইউক্রেনে হামলার পাল্টা জবাবে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ রাশিয়ার আকাশসীমা ব্যবহারসহ একাধিক নিষেধাজ্ঞা দেয়। এ পরিস্থিতিতে রোববার ফ্রান্স তাদের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দেয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ