ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

৪ লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছে : জাতিসংঘ

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫১
ছবি : বিবিসি

পঞ্চম দিনের মতো ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। বোমার আঘাত থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। ইউএনএইচসিআর আরো জানিয়েছে, তারা ইউক্রেনে লোকদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার খবর পাচ্ছেন। একজন মুখপাত্র এ বিষয়ে টুইট করে জানিয়েছেন, ইউএনএইচসিআর এ ধরনের খবর খতিয়ে দেখছে।

মুখপাত্র আরো বলেছেন, ‘ইউএনএইচসিআর- ইউক্রেন থেকে পালিয়ে আসা এই লোকদের শরণার্থী হিসাবে বিবেচনা করে।’

এর আগে ১৮-৬৫ বয়সী নাগরীকদের দেশ না ছাড়তে অনুরোধ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদেমির জেলোনস্কি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ