ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বোমা আতঙ্ক কলকাতা বিমানবন্দরে

প্রকাশনার সময়: ১৮ জুলাই ২০২১, ১৯:৫৯

বোমা আতঙ্ক ছড়িয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। হিন্দুস্তান টাইমস জানায়, রোববার (১৮ জুলাই) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, দুবাই থেকে কলকাতাগামী একটি বিমানে বোমা আছে। তাৎক্ষনিক কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

কর্তৃপক্ষের সতর্কবার্তা জানানোর আগেই সকাল ৮টা ১০ মিনিটে একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। ৮টা ৪০ মিনিটে সেটি ফেরত যাওয়ার কথা ছিল।

কিন্তু বোমা আতঙ্কে বিমানটিকে আলাদা রেখে তল্লাশি চালায় বোমা স্কোয়াড সদস্যরা।

যদিও বোমা পাওয়া যায়নি তবে নজরদারি চালানো হয়েছে পুরো বিমানবন্দর এলাকা জুড়ে। এলাকাজুড়ে জোরদার করা হয়েছে টহল ।

গোয়েন্দারা ধারণা করছেন ফোনটি উড়ো কল ছিলো।

এদিকে হঠাৎ নিরাপত্তারকর্মীদের এমন তৎপরতায় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ