ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

নিউক্লিয়ার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ পুতিনের

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:১০

এবার রাশিয়ান নিউক্লিয়ার স্টাইক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (২৭ ফেব্রুয়ারি) পুতিন এ নির্দেশনা দেন বলে জানিয়েছে রাশিয়ান স্টেট এপ্লাইড গণমাধ্যম আরটি নিউজ।

এদিকে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রতিরক্ষা প্রধানকে এ নির্দেশনা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় এপি নিউজ। প্রতিবেদনে আরো জানানো হয়, পুতিন পশ্চিমা বিশ্বকে অবন্ধুসুলভ আচরণের জন্য দায়ি করছেন।

এদিকে চতুর্থ দিনের মতো চলছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। অস্তিত্ব রক্ষায় প্রাণপণ লড়ে যাচ্ছেন ইউক্রেনীয়রা। এই যুদ্ধে রুশ বাহিনী তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ না করলেও ইউক্রেন দাবি করেছে, এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জন রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেন সেনারা। খবর বিবিসি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ