ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিদেশিদের ইউক্রেনে এসে যুদ্ধ করার আহ্বান

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৫

বিদেশিদের ইউক্রেনে এসে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জনিয়েছেনে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারা যেন একটি বিদেশি বাহিনী গঠন করে রুশদের বিরুদ্ধে যুদ্ধ করেন।’

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এ দাবি জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সারা পৃথিবীর নাগরিক, ইউক্রেন, শান্তি ও গণতন্ত্রের বন্ধুদের’ প্রতি তিনি এ আহ্বান জানাচ্ছেন বলে উল্লেখ করেছেন। জেলেনস্কি আরও বলেন, যে কেউ যদি ইউক্রেনের প্রতিরক্ষায় যোগ দিতে চান, তিনি এসে ইউক্রেনীয়ানদের পাশাপাশি যুদ্ধ করতে পারেন।

উল্লেখ্য, ইউক্রেন ন্যাটো জোট সদস্য না হওযায় পশ্চিমা দেশগুলো অস্ত্র দিয়ে সাহায্য করলেও এ যুদ্ধে সরাসরি সৈন্য পাঠাচ্ছে না। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাস রোববার জানান- কোন ব্রিটিশ নাগরিক যদি ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতে চায়- তাহলে তারা একে সমর্থন দেবেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ