ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

৪৩০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯

চতুর্থ দিনের মতো চলছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। অস্তিত্ব রক্ষায় প্রাণপণ লড়ে যাচ্ছেন ইউক্রেনীয়রা। এই যুদ্ধে রুশ বাহিনী তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ না করলেও ইউক্রেন দাবি করেছে, এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জন রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেন সেনারা। খবর বিবিস।

রোববার (২৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান, ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়া। তবে বিবিসি এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

ইউক্রেনের মন্ত্রীর দেয়া তালিকায় আরো রয়েছে, ২৭টি বিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টি সাঁজোয়া যান, ৪৯টি কামান, ১টি বুক এয়ার ডিফেন্স সিস্টেম, ৪টি গ্র্যাড রকেট লঞ্চ সিস্টেম, ৩০টি যানবাহন, ৬০টি ট্যাঙ্কার, ২টি ড্রোন ও ২টি নৌকা ধ্বংসের কথা বলা হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ