ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রুশ-ইউক্রেন সংঘর্ষে প্রথম কোনো শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩২

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়ার সামরিক বাহিনী। রুশ বাহিনীর তীব্র আক্রমণের মুখে পাল্টা প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনের সেনারা। অব্যাহত এই লড়াই তথা হামলা-পাল্টা হামলার মধ্যে গোলাগুলিতে কিয়েভে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এমন তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

ওখমাদিত হাসপাতালের এক চিকিৎসকের বরাত দিয়ে এ প্রতিবেদনে সিএনএন জানায়, এই শিশুটিই কিয়েভে সংঘর্ষে মারা যাওয়া সর্ব কনিষ্ঠ ব্যক্তি।

এ পর্যন্ত এক লাখ ৬০ হাজার ইউক্রেনের নাগরিক ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় গেছে, তাদের অনেকেই বিভিন্ন দেশে আশ্রয় নেয়ার চেষ্টা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইউক্রেনের সরকার বলছে, রাশিয়ার সেনা অভিযানের ফলে দেশটির ৫০ লাখের বেশি মানুষ শরণার্থী হতে পারে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ