ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

আমার দরকার অস্ত্র, পালানোর পথ নয়: আমেরিকাকে জেলেনস্কি

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৪

ইউক্রেন থেকে প্রেসিডেন্ট জেলোনস্কিকে সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছিলো আমেরিকা। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, ‘লড়াই চলছে এখানে। আমার দরকার অস্ত্রশস্ত্র, চলে যাবার পথ নয়,’ একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর নিশ্চিত করেছ অ্যাসোসিয়েটেড বার্তা সংস্থা।

ভলোদিমির জেলেন্সকি এক ভিডিও বার্তায় জানিয়েছে, রাতের বেলা তাকে গ্রেফতার করে তার জায়গায় রাশিয়ার নিজের পছন্দের নেতাকে বসিয়ে দেয়ার রুশ পরিকল্পনা তার দেশের সেনাবাহিনী বানচাল করে দিয়েছে। রাজধানী কিয়েভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহর এখনও তার বাহিনীর নিয়ন্ত্রণেও বলে জানান তিনি।

ঐ ভিডিও বার্তায় সামরিক আগ্রাসন বন্ধ করতে প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ তৈরির জন্য তিনি রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন, তার বাহিনী রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।

অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি রাজধানী কিয়েভ ছেড়ে চলে গেছেন বলে যে গুজব রটেছে, সেটা তিনি দূর করতে চান। তিনি বলেন, ইউক্রেনীয়রা তাদের দেশকে রক্ষায় যুদ্ধ চালিয়ে যাবে। সূত্র : বিবিসি

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ